
এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হারলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রে এর সেমিফাইনালের প্রথম লেগ এর খেলায় আত্মঘাতী গোলে হারলো তারা।
পুরো ম্যাচের বেশিরভাগ সময় নিজেদের পায়ে বল রাখলেও আরাউহো-আলোন্সদের রক্ষণভাগ ভাঙতে পারেনি বেঞ্জেমা-ভিনিশিয়াসরা। এমনকি পুরো ৯০ মিনিটে ১৩ টি শট নিয়ে একটাও অন টার্গেটে শট করতে পারেনি আন্সেলাত্তির শিষ্যরা।
বেশীরভাগ সময়ে ডিফেন্সিভ খেললেও ম্যাচের ২৬ মিনিটের মাথায় সুযোগ পেয়ে মাদ্রিদের রক্ষণভাগ ভেঙ্গে গোলপোস্টের দিকে এগিয়ে যেতে থাকে গাভিরা ও কেসি। এরপরে গাভির পাসে বল পেয়ে কেসি শট নিলে বল মাদ্রিদের কিপার কর্তোয়ার পায়ে লেগে ফিরে এসে মাদ্রিদেরই ডিফেন্ডার মিলিটাও এর পায়ে লেগে গোলপোস্টে ঢুকে যায়।
প্রথমে রেফারি অফসাইড হিসেবে ধরে নিয়ে গোল বাতিল করে দেয়। কিন্তু পরবর্তীতে রেফারি পুনরায় চেক করে সেটিকে গোল হিসেবে সবুজ সংকেত দেয়। এই গোলটি মাদ্রিদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এল ক্ল্যাসিকোতে হেরে যায় আরো একটি ম্যাচ।
খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এক পর্যায়ে ডি ইয়ং এর সাথে ইচ্ছাকৃত ধস্তাধস্তির কারণে হলুদ কার্ড পায় মাদ্রিদ উইঙ্গার ভিনিশিয়াস। ফলে দ্বিতীয় লেগ এর ম্যাচে থাকতে পারবে না সে। উল্লেখ্য যে, বার্সার লেওান্ডওয়াস্কি, পেদ্রী, ক্রিস্টেনসেন এর মত খেলোয়াড়রা ইঞ্জুরিতে পড়ায় তারা প্রথম লেগ এ খেলতে পারেনি।