ফুটবল

স্বর্ণের আইফোন গিফট দিবেন মেসি!

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সকল খেলোয়াড় ও কর্মীদের মোট ৩৫ টি আইফোন ১৪ প্রো ম্যাক্স উপহার দিবেন আর্জেন্টিনার দলের অধিনায়ক নিওনেল মেসি।

তবে সেগুলো সাধারণ কোন আইফোন নয়। সবগুলো মোবাইল হবে গোল্ড প্লেটেড।

প্রত্যেকটি মোবাইলে আর্জেন্টিনা ফুটবল দলের লোগোর উপরে থ্রি স্টার ও তার নিচে লেখা থাকবে “World Cup Champion 2022″। প্রত্যেকের মোবাইলে যার যার নাম ও জার্সি নাম্বার লেখা থাকবে।

৩৫ টি গোল্ড প্লেটেড আইফোনের জন্য মেসি ২,১০,০০০ ডলার ব্যয় করেছেন যা বাংলাদেশী ২ কোটি ১৯ লক্ষ ৩৭ হাজার ৬২ টাকা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button